দুমকীতে ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ
- মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৫ PM

পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ৩দিন ব্যাপি ৫০ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা'র উদ্বোধন করা হয়েছে।
এ প্রতিযোগীতায় ইভেন্ট সমূহের মধ্যে রয়েছে বালক বালিকাদের বিভিন্ন ধরনের সাঁতার, ফুটবল, হ্যান্ডবল ও কাবাডি খেলা।
রবিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, দুমকী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াসমিন, প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগণ, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।