মাগুরায় অস্ত্রসহ ভাইরাল শাহিন পুলিশের হাতে গ্রেফতার

সারাদেশ
  © সংগৃৃহীত

মাগুরায় সম্প্রতি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ত্রসহ ভাইরাল হওয়া আলোচিত আসামী শাহিনকে গতকাল শনিবার রাতে মাগুরা সদর থানাধীন আলোকদিয়া গ্রামস্থ আলোকদিয়া ব্রিজের উপর থেকে মাগুরা সদর থানার একটি চৌকস টিম গ্রেফতার করেছে। 

মাগুরা সদর থানাধীন স্টেডিয়ামপাড়ার লুৎফর রহমানের ছেলে শাহিন খান (২৫) মাগুরা সদর থানার বিস্ফোরক উপাদানাবলি আইন-১৯০৮ এর এজাহার ভুক্ত  ৯০ নং ক্রমিকের আসামী। তবে এখনো আসামী শাহিনের কাছ থেকে উদ্ধার হয়নি প্রদর্শিত সেই আগ্নেয়াস্ত্রটি। পুলিশ বলছে অস্ত্রটি উদ্ধারের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

এ বিষয়ে পরবর্তীতে আইনগত ভাবে  মামলার অন্যান্য আসামীদেরকে  গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। 

উল্লেখ্য, গত বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সমাবেশ উপলক্ষে মিছিলে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটে, এসময় অস্ত্র হাতে অভিযুক্ত শাহীনকে ভাইরাল ভিডিওতে দেখা যায়। পরবর্তীতে পুলিশ ভিডিও দেখে তাকে সনাক্ত করে মামলা দায়ের করে। 

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের দাবি অভিযুক্ত শাহীন ছাত্রলীগের কর্মী। 
তবে ছাত্রলীগের পক্ষ থেকে শাহিন তাদের কর্মী নয় বলে দাবি করা হয়েছে।


মন্তব্য