যশোর সদর উপজেলায় প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পদক পেলেন মু:আক্তারুল আলম
- অমল কৃষ্ণ পালিত, যশোর প্রতিনিধি:
- প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৭ PM

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ এ, যশোর সদর উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু:আক্তারুল আলম।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী অফিসার অনুপ কুমার দাশ।
রবিবার ১০ সেপ্টেম্বর যশোর সদর উপজেলার ২০২৩ এ শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে মু: আক্তারুল আলম কে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি গত ০৫ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার অনুপ কুমার দাশ।
সুত্রে জানা যায়, সর্বশেষ প্রাথমিক বৃত্তি ২০২২,
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাঃ বিঃ ফুটবল টুর্নামেন্ট ২০২৩ এ ইউনিয়ন চ্যম্পিয়ন। শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বিষয়ভিত্তিকজ্ঞান, দায়িত্ববোধ, শৃংখলাবোধ, সময়ানুবর্তিতা, পাঠদানে নিয়মানুবর্তিতা, বিদ্যালয়কে সার্বিক শিশুবান্ধব পরিবেশ সৃষ্টি, সৃজনশীল উদ্যোগ, বিদ্যালয়ের কাজে দক্ষতা ও আর্থিক শৃংখলা, শিশুদের খেলাধুলায় উদ্বুদ্ধকরণ সহ নানান বিষয়ে পারদর্শিতার কারণে, যাঁছাই-বাছাইপুর্বক উপজেলা পর্যায়ে মু'আক্তারুল আলম কে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এদিকে সা'দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ শে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ায়, স্কুলের ম্যানেজিং কমিটি, অভিভাবক, সাবেক শিক্ষার্থী সহ বর্তমান শিক্ষার্থীরা সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে।