ঈশ্বরদীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান

ঈশ্বরদী
অনুষ্ঠানের একাংশ  © সংগৃৃহীত

পাবনার ঈশ্বরদীতে আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যেগে আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে বাংলাদেশ ডাল গবেষনা ও আঞ্চলিক কৃষি গবেষনা মিলনায়তনে এ সবর্ধনা ও বৃত্তিপ্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আন্তঃউপজেলা কিন্ডাগার্টেন এসোসিয়েশনের সভাপতি মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।

সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে   প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নুরুজ্জামান বিশ্বাস এমপি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) সুবীর কুমার দাস, বাংলাদেশ ডাল গবেষণা ও আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মহি উদ্দীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ওয়াহেদুজ্জামান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল বাতেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে নুরুজ্জামান বিশ্বাস বলেন, কোমলমতি কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে শিশু শিক্ষার্থীদের পড়াশোনায় প্রতি আগ্রহী হবে। বর্তমানে শিশুদের যে শিক্ষার হার এবং শিশুরা যেকোন প্রতিযেগিতায় টিকে থাকার যে মানসিকতা তার পেছনে একমাত্র অবদান বাবা-মায়ের। আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শেখ হাসিনার তৈরি স্মার্ট বাংলাদেশ এই শিশুরাই পরিচালনা করবে। শিশু শিক্ষার্থীদের পড়াশোনা নিয়ে কোনরকম বকাঝকা বা মানসিক চাপ সৃষ্টি করা যাবেনা বলে আহবান জানান উপস্থিত অভিভাবকদের।

এ সময় ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুরাদ আলি মালিথা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, যুবলীগ নেতা তৌদুজ্জামান দোলন বিশ্বাস সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুধীসমাজ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে, কৃতি ৭১ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।


মন্তব্য


সর্বশেষ সংবাদ