ফটিকছড়িতে ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা,ফার্মেসী মালিকের কারাদন্ড
- কামরুল সবুজঃ ফটিকছড়ি
- প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ AM

চট্টগ্রামের ফটিকছড়িতে লাইসেন্স নবায়ন না করাসহ নানা অপরাধ ৭টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ওষুধের পাশাপাশি ফুড আইটেমসহ অন্যান্য জিনিস বিক্রির দায়ে ফার্মেসী মালিককে ৭ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম।
ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরেফিন আজিম ও ফটিকছড়ি থানা পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।
এসব তথ্য নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কারুল ইসলাম বলেন, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতকরনের লক্ষ্যে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান, লাইসেন্স নবায়ন প্রভৃতি বিষয়গুলো নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে নাজিরহাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
'এসময় জনতা ডায়াগনস্টিক সেন্টার, সেবা ক্লিনিক, আল হেলাল ডায়াগনস্টিক সেন্টার, অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল পার্ক হসপিটাল, ফটিকছড়ি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার ও কেয়ার পয়েন্ট হসপিটালের মালিককে লাইসেন্স নবায়ন না করায় ৭টি মামলায় সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।'
তাছাড়া অপর একটি মামলায় একটি ফার্মেসী মালিককে জরুরি ঔষধের পাশাপাশি একই সঙ্গে মুদি/ফুড সাপ্লিমেন্ট, খাবার, কসমেটিক্স পণ্য বিক্রির অপরাধে রমজান আলী নামের এক ব্যক্তিকে দোষী সাবস্ত করে ড্রাগ আইন-১৯৪০ মোতাবেক ৭ দিনের বিনাশ্রমে কারাদন্ডে দন্ডিত করা হয়।
এ সময় লাইসেন্স নবায়নসহ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান ঠিক রাখতে ক্লিনিকগুলোর কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।