মাগুরায় আবাসিক হোটেল থেকে এক ব্যাক্তির লাশ উদ্ধার

সারাদেশ
  © সংগৃৃহীত

মাগুরা শহরের সৈকত আবাসিক হোটেল থেকে মোঃ ইব্রাহিত উদ্দিন (৪৭) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে মাগুরা সদর থানা পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী জানান,  (১২ সেপ্টেম্বর) দুপুরে হোটেল থেকে ফোন পেয়ে সেখানে উপস্থিতে হয়ে হোটেলের ২৪ নম্বর কক্ষের ভিতর থেকে দরজা বন্ধ অবস্থায় দেখতে পাই। দরজা ভেঙ্গে বিছানার উপর নিহতের লাশ পড়ে থাকতে দেখি। প্রাথমিক তদন্তে নিহতের শরীরে কোন ক্ষত চিহ্ন পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছে। 

হোটেল ম্যানেজার মাসুদুল হক জানান, সোমবার রাত ১০ টায় ইব্রাহিম উদ্দিন হেটেলের ২৪ নম্বর কক্ষ ভাড়া নেন। এসময় তিনি তার ব্যবহারের জন্য একটি ডায়াবেটিক ঔষধ হোটেলের ফ্রিজে রাখার অনুরোধ জানান। সকাল ১১টার দিকে নিহতের স্ত্রী তাকে ফোনে জনান তিনি তার স্বামীকে অনেকবার ফোন দিচ্ছেন কিন্তু তার স্বামী ফোন ধরছেন না। এ খবর জানার পর হোটেলের লোকজন বাইরে থেকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। পুলিশ এসে দরজা খুলে তার মৃত দেহ উদ্ধার করে। 

নিহত ইব্রাহিম উদ্দিন রাজবাড়ি জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের আকবর আলী শেখ এর পুত্র। সে একটি বিস্কুট কোম্পানির এজিএম পদে কর্মরত ছিলেন। 

তার মরদেহ ময়না তদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


মন্তব্য