মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

মাগুরা
মাগুরায় ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা  © সংগৃহীত

মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে ও মহাপরিচালকের নির্দেশনায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্যালাইনের কৃত্রিম সংকট তৈরি করে মজুদ ও বেশি দাম রাখার বিষয়ে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় দুই প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) শহরের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল এলাকা ও ভায়না মোড় এলাকার ঔষধের দোকান এবং প্রাইভেট ক্লিনিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, মেয়াদ উত্তীর্ণ ঔষধ থাকার অভিযোগে সদর হাসপাতাল এলাকার আলো ড্রাগ হাউজকে ১০ হাজার টাকা ও মুন্সি মেডিকেলকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাগুরা জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় উপস্থিত ছিলেন, বাজার পরিদর্শক মো. আলমগীর হোসেন। এ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন মাগুরা জেলা পুলিশের সদস্যগণ। জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।


মন্তব্য