গলাচিপায় বটি দিয়ে গলাকেটে যুবকের আত্মহত্যা 

গলাচিপা
  © টিবিএম ফটো

গলাচিপায় বটি দিয়ে নিজের গলাকেটে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর সন্ধ্যায় রহস্যজনক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদার বাড়িতে । মৃত ব্যক্তি একই উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ৮নং ওয়ার্ড মুন্সি বাড়ির আব্দুল মুন্সির ছেলে আবু বকর মুন্সি। 

জানা যায়, ঘটনার দিন বৃহস্পতিবার ১৪ সেপ্টেম্বর মৃত আবু বকর শ্বশুর বাড়ি ডাকুয়া ইউনিয়নের তেঁতুলতলা বজার এলাকায় তার স্ত্রীর বড় ভাইয়ের ফাঁকা বসতবাড়িতে কেউ না থাকার সুবাদে বটি দিয়ে নিজের গলায় নিজে আঘাত করে। পরবর্তীতে স্বজনরা গলাকাটা অবস্থায় দেখতে পেয়ে ডাক চিতকার দিলে আশেপাশের লোকজন উদ্ধার করে  তাঁকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

মৃতের আত্মীয়স্বজন ও স্থানীয় সূত্র জানায়,  মৃত আবু বকর মানসিকভাবে অসুস্থ ছিলেন। তরমুজ চাষ করে আবু বকর মুন্সি পরপর কয়েক বছর তরমুজ চাষে লোকসান দিয়ে হতাশাগ্রস্ত হয়ে পরেন।  বিভিন্ন সময়ে তিনি আত্মহত্যার চেষ্টা করে আসছিলেন। এর আগে গত ১২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তিনি বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের লোকজন তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসা শেষে তিনি গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নে তাঁর স্ত্রীর ভাইয়ের বাড়ি বেড়াতে যায়। ঘটনার সময় বাড়ির লোকজন পাশের বাড়িতে গেলে তিনি ফাঁকা ঘরে বটি দিয়ে নিজের গলায় আঘাত করে আত্মহত্যা করে। মানসিকভাবে অসুস্থ হওয়ায় তিনি এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে স্বজনরা।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন গণমাধ্যমে বলেন, এ ঘটনায় গলাচিপা থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে, যার মামলা নম্বর: ৭৩/২৩।  এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


মন্তব্য


সর্বশেষ সংবাদ