১০২০ পিচ ইয়াবা ও ৫ কেজি গাঁজা সহ এক যুবক আটক বরগুনায়
- সাইফুর রহমান সাইদী, বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৯ PM

বরগুনায় বিপুল পরিমাণ মাদকসহ হত্যা মামলার আসামিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১০ টার দিকে ফুলঝুরি ইউনিয়নের বুর্জিরহাট এলাকা পুরিরখাল এলাকা থেকে তাকে আটক করা হয়।
বরগুনা জেলা শাখা গোয়েন্দা বিভাগের ইনচার্জ বশির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয় সোহাগ নামের অভিযুক্ত মাদক ব্যবসায়িকে।
মাদক কারবারির বাড়ী থেকে এবং অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। এ সময় তার বাড়ীর রান্না ঘরের ড্রাম থেকে ১০২০ পিচ ইয়াবা ও ৫ কেজি গাঁজা উদ্ধার করে ডিবি। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বরগুনা থানায় মামলার প্রস্তুতি চলছে।
এর আগেও তার বিরুদ্ধে ২০১৮ সালে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগে মামলা করা হয় সেই মামলা ২ নাম্বার আসামী সোহাগ। এ ছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানান ডিবি কর্মকর্তা বশির আলম।
তিনি আরো বলেন, রাত্র ৮:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা যাই বরগুনা সদর থানাধীন ৩ নং ফুলঝুরি ইউনিয়নের বুর্জিরহাট গ্রামের হাজি বাড়ীর সামনে সোহাগ নামের অভিযুক্ত ব্যক্তির নিজ বসত ঘরে, আমরা জানতে পারি মাটির নিচে প্লাস্টিকের ড্রামে এ মাদক মজুদ আছে।
আমরা বিষয়টি বরগুনা জেলা মান্যবর পুলিশ সুপার মহোদয়কে অবহিত করিয়া তার নির্দেশ মোতাবেক আমি,এস আই বশির,এস আই মারিফ,এস আই রুবেল সহ ডিবি সদস্যরা উদ্যোগ নিয়ে যাই।
আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে অভিযান কার্যক্রমটি সফল করি।
অভিযুক্ত আসামিকে আটক করে জিগ্যেসাবাদ করলে তিনি বলেন, তার নিজ বসত ঘরের মাটির নিচে ড্রামের মধ্যে ১০২০ পিচ ইয়াবা ও ৫ কেজি গাঁজা রেখেছে।
তাকে জিজ্ঞেসাবাদে তিনি আরো জানায়,তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ও একটি হত্যা মামলা রয়েছে।