নৌকা জিতবে শেখহাসিনা আবার প্রধানমন্ত্রী হবে- নজিবুল বশর মাইজভান্ডারী এমপি
- কামরুল সবুজ, চট্টগ্রাম
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮ PM

ফটিকছড়িতে স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী উন্নয়ন মেলা শুরু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ফটিকছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফটিকছড়ি থেকে নির্বাচিত এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী।
পরে বীরপ্রতীক শহীদ শফিকুন নূর মওলা মিলনায়তনে 'জনপ্রতিনিধি মেলা'য় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ফটিকছড়ি থেকে আমি-ই নির্বাচন করবো; তাতে কোনো সন্দেহ নেই। নৌকা জিতবে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবে। তিনি আরো বলেন, আমরা যারা রাজনীতি করি আমাদের মাঝে ঐক্যমত নেই, তিনি নাজিরহাট পুরাতন হালদা সেতু নির্মাণে ৫ কোটির বেশি টাকা বরাদ্দ হয়েছে; আগামী মাসের শুরুতে টেন্ডার হবে ইনশাআল্লাহ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির রাহমান সানি'র সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান হোসাইন মোঃ আবু তৈয়ব, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নাহার মুক্তা, ভাইস-চেয়ারম্যান মুহাম্মদ ছালামত উল্লাহ চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম, ফটিকছড়ি পৌর মেয়র মোঃ ইসমাইল হোসেন।
শিক্ষক নেতা মাষ্টার নাসির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এ মিলন মেলায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, সুন্দরপুর ইউপি মোঃ শাহনেওয়াজ, সমিতিরহাট ইউপি চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ ইমন, কাঞ্চননগর ইউপি চেয়ারম্যান মোঃ দিদারুল আলম, বাগান বাজার ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সাজু, বীর মুক্তিযোদ্ধা খায়রুল বশর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সরোয়ার কামাল, ফটিকছড়ি পৌর কাউন্সিলর সেলিনা আকতার, নাজিরহাট পৌর কাউন্সিলর মোঃ সোলায়মান, কাউন্সিলর সেলিমা বেগম শিউলি, উপজেলা ইউপি সদস্য কল্যাণ সমিতির সভাপতি শহীদুল ইসলাম আকাশ, সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌহিদুল আলম সহ প্রমুখ।