দুমকীতে বীর মুক্তিযোদ্ধা'র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সারাদেশ
  © সংগৃৃহীত

রাষ্ট্রীয় মর্যাদায় পটুয়াখালীর দুমকীতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা'র মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। 

উপজেলার দুমকী গ্রামের নিজ বাড়িতে রবিবার(১৭ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে বার্ধ্যক্য জনিত কারণে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা মারা যান। আজ(১৭ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের নেতৃত্বে মরহুমের নামাজে জানাজায় রাষ্ট্রীয় মর্যাদায় বিউগল বাজিয়ে গার্ড-অফ- অনার জানান দুমকী থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আ'লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মৃধা, উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন প্রমূখ। 

এছাড়াও উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মুসলমান এ নামাজে অংশ গ্রহণ করেন। 

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবাহান প্যাদা সরকারি জনতা কলেজের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষণ কর্মকর্তা ছিলেন। তিনি দুমকী উপজেলা আ'লীগের দপ্তর সম্পাদক অধ্যাপক মাইনুল ইসলামের বাবা। 


মন্তব্য