দুমকিতে স্থানীয় সরকার দিবসে সভা ও উন্নয়ন মেলা
- মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিবেদক:
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ PM

'সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার' এ স্লোগানকে ধারণ করে পটুয়াখালীর দুমকীতে জাতীয় স্থানীয় সরকার দিবস, উন্নয়ন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা অডিটরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল ইমরান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাসুদ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন। এসময় উপস্থিত ছিলেন আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মর্তুজা, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আজাহার আলী মৃধা, লেবুখালী ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম তুহিন আকন, শ্রীরাপুর ইউনিয়ন আ'লীগের সভাপতি নাসির উদ্দীন মৃধা প্রমুখ। এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।