বসুন্দিয়ায় ৩মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- অমল কৃষ্ণ পালিত, যশোর প্রতিনিধি :
- প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ PM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৯ PM

যশোর সদরের বসুন্দিয়ায় তিন মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি, বসুন্দিয়া গ্ৰামের মোমিন উদ্দিনের ছেলে মোঃ রেজাউল ইসলাম কে আটক করেছেন বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোঃ কামরুজ্জামান।
পুলিশ সূত্রে জানাযায়,১৯৮৫ সালের পারিবারিক অধ্যাদেশ ১৬(৩বি) ধারা মতে ২১ জুলাই আসামি রেজাউল ইসলাম কে ৩মাসের বিশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, সহকারী জজ ও পারিবারিক আদালত বাঘারপাড়া, যশোর। তার পর থেকে আসামি পলাতক রয়েছেন।
মঙ্গলবার (১৯সেপ্টেম্বর) ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্য বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান ও এএসআই আব্দুল আলীমের নেতৃত্বে একটি দল ভোর রাতে, বসুন্দিয়া মোড় থেকে আসামি রেজাউল কে আটক করে বিজ্ঞ আদালত সোপর্দ করা হয়েছে।