গলাচিপায় দুস্থরা পেলেন অর্থের চেক ও ঢেউটিন
- আরেফিন লিমন, গলাচিপা (পটুয়াখালী):
- প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৩ PM

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ২০২২-২৩ অর্থবছরে অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করেছেন পটুয়াখালী -৩ আসনের (গলাচিপা-দশমিনা) সংসদ সদস্য এস এম শাহজাদা এমপি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ ও চেক বিতরণ অনুষ্ঠান হয়।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী -৩ আসনের এই সংসদ সদস্য ঢেউটিন ও অর্থের চেক বিতরণ করেন। এ সময়, উপজেলার চল্লিশটি অসহায় পরিবারদের মাঝে (৮০) বান ঢেউটিন এবং প্রত্যেক পরিবারকে ৬ হাজার টাকা গৃহ মেরামত বাবদ ২ লক্ষ ৪০ হাজার টাকার নগদ অর্থের চেক হাতে তুলে দেন তিনি।
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মু: সাহিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাছিম রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটন, আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান বাবুল ভূঁইয়া, আওয়ামী লীগ নেতা মোঃ আলমগীর হোসেন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।