গলাচিপায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
- প্রকাশ: ০১ অক্টোবর ২০২৩, ০৭:০০ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৩, ০৭:০০ PM

পটুয়াখালীর গলাচিপায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী -৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ শাহিন, গলাচিপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সহ সভাপতি মো: রেজাউল করিম হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী।
এসময় উপস্থিত ছিলেন শিক্ষক, ডাক্তার, জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিনিধি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি কমিটির সভাপতি দিলীপ বনিক, গলাচিপা পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক ও উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজা ম-প কমিটির সভাপতি /সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সরকার নির্ধারিত প্রতিটি পূজা ম-পে সিসি ক্যামেরা লাগানো, নিরাপত্তা কর্মী, সেচ্ছাসেবক নিয়োগ সহ শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠুভাবে পূজা উদযাপনের বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে আলোচনা করা হয়। এ বছর উপজেলায় মোট ২৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা উদযাপন করা হবে।