যশোরের বাঘারপাড়ায় শান্তি সমাবেশ ও ফ্রি চিকিৎসা প্রদান করেন ডা : নিকুঞ্জ

যশোর
  © সংগৃহীত

যশোরের বাঘারপাড়ায় শান্তি সমাবেশ,র‌্যলি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩অক্টোবর) বিকেলে যশোর-৪ আসনে  (বাঘারপাড়া,বসুন্দিয়া,অভয়নগর) আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারী গোলদারের নেতৃত্বে বাঘারপাড়ার বাসুয়াড়ি ইউনিয়নের শাইটখালি স্কুল মাঠে শান্তি সমাবেশ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ সভাপতিত্ব করেন বীরমুক্তিযোদ্ধা লোকমান হাকিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার বলেন, আমি এই জনপদের সন্তান। আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন তা আমি আজীবন মনে রাখবো। আপনারা আছেন বলেই জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করতে পারছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে এখন আমরা স্মার্ট বাংলাদেশের পথে। আমি আপনাদের সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার নৌকার পক্ষে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আপনারা সকলেই আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ভোট প্রদান করে আবারও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনবেন।

আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যশোর -৪ (বাঘারপাড়া, অভয়নগর ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে মনোনয়ন প্রত্যাশী । জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকার মনোনয়ন দিলে আমি আপনাদের সেবক হিসেবে পাশে থাকবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাসুয়াড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইব্রাহিম মোল্যা, বাসুয়াড়ী ইউনিয়নের সাবেক মেম্বর লিয়াকত আলী সর্দার।

শান্তি সমাবেশ ও আলোচনা সভা শেষে অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার, মরহুম হালিম সর্দার স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ বিতরণ ও ডায়াবেটিস পরীক্ষা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাসেল আহম্মেদ।