দুমকীতে প্রায় ৭ বছর পরে ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
- মোঃ রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৪ PM

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর দুমকী উপজেলা শাখা ছাত্রলীগকে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করার লক্ষে প্রায় ৭ বছর পরে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(১৪ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা আ'লীগের দলীয় কার্যালয়ের সামনে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হাসান আরিফের সঞ্চালনায় ও জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ'লীগের সভাপতি ও উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আকন সেলিমসহ উপজেলা আ'লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী।
এ সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সকল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ২০১৬ সালে সর্বশেষ দুমকী উপজেলা ছাত্রলীগের আয়োজনে কর্মীসভা অনুষ্ঠিত হয়ে ছিল।