বসুন্দিয়ায় গরু চুরি করে পালানোর সময় গরুসহ ট্রাক পুকুরে
- অমল কৃষ্ণ পালিত,যশোর প্রতিনিধি:
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৩, ০৮:৫৭ PM

যশোর সদর উপজেলার, বসুন্দিয়ার যশোর-খুলনা মহাসড়কে, সিঙ্গিয়া আদর্শ কলেজের অদূরে একটি পুকুরে, শনিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে চোরাই গরু বহনকারী একটি ট্রাক বেসামাল হয়ে পানিতে পড়ে যায়।
এসময় ট্রাকে থাকা দুজন লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান নৈশ প্রহরী, স্থানীয় কয়েকজন ও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের টহলরত পুলিশ ট্রাক চালককে উদ্ধার করে। ট্রাকের নম্বর সাতক্ষীরা- ড-১১০০৩৮ গরু চুরির বিষয়টি বুঝে ওঠার আগেই আহত চালককে যশোর ২৫০শয্যা হাসপাতালে পাঠিয়ে দেয়। উৎসুক জনতা ট্রাকের মধ্যে ত্রিফল দিয়ে ঢাকা একটি দেশি জাতের বড় এড়ে গরুর চার পা ও মুখ-গলা বাঁধা অবস্থায় দেখতে পায়। তখন উপস্থিত সকলে বুঝতে পারেন গরুটি চুরি করে আনা হয়েছে।
খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়লে নরেন্দ্রপুর ইউনিয়নের হাটবিলা গ্রামের গোলাম মোল্যা তার গরু চুরি হয়েছে মর্মে গরুর মালিক বলে দাবি করেন। এসময় বসুন্দিয়া
ক্যাম্পের ইনচার্জ এসআই কামরুজ্জামান দাবির সত্যতা জানতে চায়। গোলাম মোল্যা ও তার ছেলে-ভাইপোরা সহ হাটবিলার অনেকেই গরু চুরি হওয়ার ঘটনার বিবরণ দেয়। তারা বলেন রাত আড়াইটার দিকে গোয়াল থেকে এই গরুটি এবং ২টি খাশি ছাগল চুরি হয়।
এরপর মসজিদের মাইকে ঘোষনা দেওয়া হয়। তারপর গ্রামবাসীদের নিয়ে শুরু হয় খুজাখুজি। একপর্যায়ে খাশি ছাগল ২টি একটি মাঠের কিনারে পাওয়া গেলেও গরুটি পাওয়া যায়নি। কয়েকজন বলেন আমরা এই ট্রাকটিকে সন্দেহ করে মহাসড়কের জামতলা পর্যন্ত মটরসাইকেলে ধাওয়া করেও ব্যার্থ হয়ে ফিরে গেছি। তারপর খবর পেয়ে আমরা এখানে ছুটে আসি। তখন গোলাম মোল্যা গরুটি বাড়ি নিয়ে যেতে চাইলে বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ কামরুজ্জামান বলেন গরুটি চুরি করা কি না তা এখনও আমি নিশ্চিত নই। ট্রাক ড্রাইভারের সাতে কথা না বলে কিছুই বুঝতে পারছিনা। বিষয়টি আমার উর্দ্ধোতন কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি বিষয়টি গুরুত্ব দিচ্ছেন। তাদের নির্দেশনা ছাড়া কাওকে আমি গরু হস্তান্তর করতে পারবনা। জানা গেছে ট্রাক ড্রাইভার চিকিৎসার নামে পালিয়ে গেছে। গরুর মালিক গোলাম মোল্যা গরু ফিরে পেতে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান ও নরেন্দ্রপুর ইউপি চেয়ারম্যানকে জানিয়েছেন।