যশোরে চিহ্নিত মাদক ব্যবসায়ী জোসনা ইয়াবাসহ আটক

যশোর
  © সংগৃহীত

যশোরের রেলগেট এলাকা থেকে ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক করেছেন ডিবি পুলিশ। যশোর সদরের রেলগেট পশ্চিমপাড়া থেকে, শহিদুল ইসলাম ওরফে ডাক্তারের স্ত্রী জোসনা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে ২৫০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেন যশোর জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ।

যশোর জেলা গোয়েন্দা পুলিশ জানায়, শনিবার (১৪অক্টবর) দুপুর সাড়ে বারোটার দিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী জোসনা বেগমকে ২৫০ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে।গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে ইতোপূর্বে ১৩টা মাদক মামলা বিচারাধীন রয়েছে। এ সংক্রান্তে এসআই কাজী আব্দুল মান্নান বাদী হয়ে কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।