শিবপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস পালিত

নরসিংদী
  © টিবিএম ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর  কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্ম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়' প্রতিপাদ্যকে সামনে নিয়ে বুধবার (১৮ অক্টোবর) সকালে প্রথমে উপজেলা পরিষদে প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান অতিথি  শিবপুরের সংসদ  সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন এসময় আরও উপস্থিত ছিলেন শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব।

পরে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো: সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হাসান রাসেল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহসীন নাজির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভুইয়া রাখিল, শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি জহিরুল হক ভূইয়া মোহন তার বক্তব্যে বলেন, প্রথমে শ্রদ্ধা ভরে স্মরণ করছি শেখ রাসেল সহ নিহত বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যদের। ঘাতকের নির্মম বুলেট ছাড় দেয়নি শিশু রাসেল কে পর্যন্ত। পাকিস্তানি দোসর দালাদের লক্ষ্য ছিল বঙ্গবন্ধুর উত্তরাধিকার শেষ করে ফেলা। আজ শেখ রাসেল জীবিত থাকলে তার মেধা ও নেতৃত্ব দিয়ে দেশকে আরও এগিয়ে নিয়ে যেত। ঐসব দালালরা এখনো বাংলাদেশের আনাচে কানাচে ষড়যন্ত্রে লিপ্ত। আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নির্বাচিত করে ওদের কঠোর জবাব দিতে হবে।