ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসম্পন্ন মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার আকাঙ্ক্ষা প্রধানমন্ত্রীর

পড়ালেখা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অসম্পন্ন মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত বিশেষ সমাবর্তনে সমাবর্তন বক্তার বক্তব্যে তিনি এই ইচ্ছা পোষণ করেন।
তিনি বলেন, ‘আবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম, মাস্টার্স ডিগ্রিটা শেষ করতে পারতাম- তাহলে অনেক ভালো লাগতো। বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ের অনেক সম্মাননা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও সম্মানসূচক ডিগ্রি পেয়েছি। কিন্তু লেখাপড়া করে ডিগ্রিটা নিতে পারলে ভালো হতো।’
এই সমাবর্তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মরণোত্তর সম্মানসূচক ডক্টর অব লজ ডিগ্রি প্রদান করে ঢাকা বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধুর পক্ষে এই ডিগ্রি গ্রহণ করেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে, সকাল ১১টা ৫৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বঙ্গবন্ধুকে এই ডিগ্রি প্রদানের ঘোষণা দেন।