দুমকিতে জাতীয় যুব দিবসে চেক ও সনদপত্র বিতরণ 

দুমকি
চেক ও সনদ বিতরণের একাংশ  © সংগৃৃহীত

"স্মার্ট যুব, সম্মৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর দুমকি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে। 

বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান এর সভাপতিত্বে যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ঋন গ্রহণকারী সদস্যবৃন্দ ও প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান তাঁর বক্তব্যে বলেন, ঘরে বসে না থেকে প্রশিক্ষণ নিয়ে অর্জিত জ্ঞানকে কাজে লাগাতে হবে। 

আলোচনা সভা শেষে ১৩ জন সদস্যের মধ্যে ৬ লক্ষ ৬০ হাজার টাকার যুব ঋণের চেক ও ৬০ জন সদস্যদের মধ্যে প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ