বরগুনায় চলছে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি
- সাইফুর রহমান সাইদী, বরগুনা প্রতিনিধি
- প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩, ০৯:০৬ PM , আপডেট: ০১ নভেম্বর ২০২৩, ০৯:০৬ PM

বিএনপির ডাকা ৩১,১,২ তিন দিনের অবরোধ কর্মসূচিতে জেলা শহর জুড়ে নেই কোন সহিংসতা।
আজ বুধবার (১ নভেম্বর) অবরোধ কর্মসূচির ২য় দিনে দেখা যায়নি বিএনপির কোন অবরোধ কর্মসূচি সফল করতে।
স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘ ৮ মাস বরগুনা জেলা বিএনপির মূল কমিটি না থাকায় তারা নেতৃত্বের অভাবে আন্দোলন সংগ্রামে পিছিয়ে যাচ্ছে,
তৃনমূলের কর্মীরা বলেন, গত ২৮ অক্টোবর ঢাকার মহাসমাবেশ কে কেন্দ্র করে বরগুনায় জেলা,থানা,ইউনিয়ন, ওয়ার্ড এমনকি সমর্থন করা ব্যক্তিদের ও জেলার ডিবি কর্মকর্তারা গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।
চালানো করা হচ্ছে অভিযান বসত বাড়ীতে রাতের অন্ধকারে ঢুকে।
এমনকি ঢাকা থেকে আগত বরগুনার কেন্দ্রীয় বাস টার্মিনালে ঢাকা বরগুনা গামী বাস থেকে আসা যাত্রীদেরও করা হচ্ছে হয়রানি ও গ্রেফতার।
তবে বিএনপির ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচিতে বিএনপি কর্মীদের উপস্থিতি লক্ষ করা না গেলেও বন্ধ রয়েছে, বাস ও লন্স চলাচল।