ফেনীতে চিনিবোঝাই ট্রাকে আগুন
- ফেনী প্রতিনিধিঃ
- প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩, ০১:৪৪ PM , আপডেট: ০২ নভেম্বর ২০২৩, ০১:৪৪ PM

বিএনপি-জামায়াতের অবরোধের তৃতীয় দিন ফেনীতে একটি চিনিবোঝাই ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপুল অংশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, দুর্বৃত্তরা একটি চিনি বোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এতে ট্রাকের সামনের অংশ পুড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর ওয়াসি আজাদ বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। সময়মতো পৌঁছাতে না পরলে হয়তো পুরো গাড়িয়ই পুড়ে যেত।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিভিয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেপ্তার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে বিএনপি এবং জামায়াত।