ফটিকছড়ি নবাগত ইউএনও হিসেবে মোঃ ইসমাইল হোসেনের পদায়ন

চট্টগ্রামে
  © টিবিএম ফটো

চট্টগ্রামের ফটিকছড়িতে নবাগত ঊপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন হয়েছেন মোঃ  ইসমাইল হোসেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ শামীম আলম (সংস্থাপন শাখা) স্বাক্ষরিত এক আদেশে তাঁকে  পদায়ন করা হয়।

এর পূর্বে তিনি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসাবে কর্মরত ছিলেন। মোঃ ইসমাইল হোসেন ৩৩তম বিসিএস ক্যাডার (প্রশাসন)। এর আগে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব হিসেবেও কর্মরত ছিলেন।

তিনি বর্তমান  ইউএনও মোঃ সাব্বির রহমান সানি বদলি হওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন।


মন্তব্য