আন্ত জেলা মটরসাইকেল চোর চক্রের ২সদস্য আটক, চোরাই মোটরসাইকেল উদ্ধার
- অমল পালিত, যশোর ।।
- প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:০৬ PM , আপডেট: ০৪ নভেম্বর ২০২৩, ০৩:০৬ PM

যশোর জেলা গোয়েন্দা সংস্থা,ডিবি পুলিশের অভিযানে, যশোর উপশহর এলাকা থেকে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে আটক করা হয়েছে। অভিযানের সময় ১টি চোরাই মোটরসাইকেল ও চুরির কাজে ব্যাবহৃত ২টি মাষ্টার চাবি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন যশোরের বাহাদুরপুরের মিন্টুর ছেলে লিমন হোসেন , উপশহর ট্রাক ষ্ট্যান্ডের পিছনের বস্তির মোশারেফ হোসেনের ছেলে হাসান।
ডিবি পুলিশ জানান, গত ৩১ অক্টোবর যশোর বড় বাজারের মাছ বাজার এলাকা থেকে ১টি বাজাজ কেলিবার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। মোটরসাইকেল চুরির ঘটনায় যশোর কোতয়ালী মডেল থানায় অভিযোগ করেন গোরাচাঁদ বিশ্বাস। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই মফিজুল ইসলামসহ একটি টিম ৩ নভেম্বর রাতে গোপন তথ্যের ভিত্তিতে, যশোর কোতয়ালী মডেল থানার উপশহর এলাকায় অভিযান পরিচালনা করে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্যকে বর্নিত চোরাই মোটরসাইকেল ও মাষ্টার চাবিসহ গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামীরা জানান, যশোর শহর ও আশপাশের এলাকা হতে একাধিক মোটরসাইকেল তারা চুরি করত।