ঈশ্বরদী উপজেলা তাঁতীলীগের পূর্ণাঙ্গ কমিটি
- ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি:
- প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ AM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৪৮ AM

আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ তাঁতীলীগের ঈশ্বরদী উপজেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেছে পাবনা জেলা কমিটি। আওয়ামী তাঁতীলীগের জেলা শাখার আহবায়ক ডাঃ মো.রবিউল ইসলাম ও যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলাম স্বাক্ষরিত পত্রে বাদশাহ আলমগীর আকমল সভাপতি ও নাসির মওলা মিলনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্যের কমিটির অনুমোদন দেন।
শনিবার (৪ নভেম্বর) সন্ধায় আগামী তিন বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
পূর্নাঙ্গ কমিটির নেতারা হলেন, কার্যকারী-সভাপতি মহাশীন আলী, সহ-সভাপতি মোঃ বাসার, মোঃ ডিলু প্রাং, রাজিব রহমান রাজিব, রকি, মোঃ আলামিন, মোঃ মিলন, মোঃ সোহেল, মোঃ আনিস শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান শেখ, সোহেল হুসাইন সানি, মোঃ জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হোসেন, মাহামুদুল ইসলাম, মোঃ অস্তর আলী প্রাং, কোষাধ্যক্ষ মোঃ মোহন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলামীন হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আনিস, আইন সম্পাদক মোঃ মওলা রহমান।
কমিটি ঘোষনার পর সভাপতি আলমগীর বাদশা আকমল ও সাধারন সম্পাদক নাসির মওলা মিলন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের সাথে সৌজন্য সাক্ষাৎ করে কুশল বিনিময় করেন। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস ও পৌরমেয়র ইসাহক আলী মালিথার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত কমিটির নেতারা। এ সময় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান তারা।