পরশুরামে দু’দিন ব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

ফেনী
  © সংগৃহীত

পরশুরামে দু’দিন ব্যাপি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মির্জানগর ইউনিয়নের আশ্রাফপুর গ্রামে এই চিকিৎসাসেবা  অনুষ্টিত হয়ে। “চোখ অমূল্য সম্পদ, চোখ বাঁচান, চোখের যত্ন নিন” এই শ্লোগানকে সামনে রেখে, মোবাইল আই হসপিটালের ব্যবস্থাপনায়  এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক প্রয়াত রকিবুর রহমানের প্রতিষ্টিত  আলহাজ আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’র আয়োজনে দু’দিন ব্যাপি চক্ষু চিকিৎসা ক্যাম্প  অনুষ্টিত হয়েছে। 

রোববার (৫নভেম্বর) সকালে উদ্বোধনী দিনে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চোখের রোগ ও চোখের ছানি পড়া রোগী বাছাই করেন।  সোমবার চিকিৎসকরা বাছাইকৃত রোগীদের বিনামুল্যে অপারেশন করবেন। অপারেশনের দায়িত্বে ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাঃ নাহাল মোস্তাক খান অর্ণব। এই সময় আরো উপস্থিত ছিলেন, মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভুট্টো, মনিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবুল কাশেমসহ প্রমুখ উপস্থিত ছিলেন। এতে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামুল্যে চিকিৎসা  সেবা দেয়া হয়েছে।  

আলহাজ আবিদুর রহমান ফাতেমা খাতুন ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’র স্থানীয় পরিচালক নুরুল হক হেলাল বলেন, ফাউন্ডেশনের বর্তমান চেয়ারম্যান আশিকুর রহমানের সার্বিক তত্ববধানে  প্রায় পাঁচ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এছাড়াও স্বল্প মূল্যে  চশমা ও ফ্রি ঔষুধ বিতরণ করা হয়। এছাড়াও  মোবাইল আই হসপিটাল লিমিটেডের এর ভ্যানে শতাধিক রোগীর ছানি অপারেশন করা হয়েছে।


মন্তব্য