যশোরের বেনাপোলে ১১ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী আটক

যশোর
  © সংগৃহীত

যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় যশোর ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে ১১ বোতল বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

রোববার (৫ নভেম্বর) দুপুরে বেনাপোল পোর্টথানাধীন চেকপোস্ট টু সাদীপুর গামী রাস্তার পাশে অভিযান পরিচালনা করে আসামি মেহেদী হাসান বাবু এর ভাড়াটিয়া দোকান ঘরের ভিতর থেকে তাদের আটক করা হয়।

আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার সাদিপুর মধ্যেপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবু, গাতিপাড়া গ্রামের মোহর আলীর ছেলে মহাসিন এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া পূর্বপাড়া গ্রামের সামাদের ছেলে আসাদুজ্জামান।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আসামিদের কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


মন্তব্য