ফটিকছড়িতে বালুর মহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২জনকে কারাদণ্ড-ড্রাম ট্রাক ও পিক আপ জব্দ
- ফটিকছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৮ AM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৮ AM

চট্টগ্রামের ফটিকছড়ি-মিরসরাই উপজেলার সীমান্তে দাঁতমারা ইউপির বালুটিলার জিলতলী এলাকায়
অবৈধ বালুমাটি পরিবহনের দায়ে ২জনকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অভিযুক্ত একটি ড্রাম ট্রাক ও একটি পিক আপ জব্দ করা হয়।
০৫ ই নভেম্বর ( রোববার) দুপুর ১টার দিকে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন মিরসরাই উপজেলার সীমানা সংলগ্ন দাঁতমারা ইউনিয়নের বালুটিলার জিলতলী এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ.টি.এম কামরুল ইসলাম। এসময় দাঁতমারা ফাঁড়ির পুলিশ ও গ্রাম পুলিশ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
জানা যায়, মোবাইল কোর্টে হাতেনাতে আটক দুজন অপরাধীকে অপরাধ স্বীকার করায় সড়ক পরিবহন আইন-২০১৮ ও বাংলাদেশ দন্ডবিধিতে ১মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। হালনাগাদ মালিকানার তথ্য বিহীন অবৈধ বালুমাটি পরিবহনের দায়ে অভিযুক্ত একটি ড্রাম ট্রাক ও একটি পিক আপ জব্দ করা হয়।
উল্লেখ্য, ফটিকছড়ি উপজেলা সদর থেকে প্রায় ৩৭ কিলোমিটার দূরবর্তী ও হেয়াঁকো-বনানী-বারইয়ারহাট সড়ক থেকে প্রায় ৫-৭ কিলোমিটার ভিতরে কাঁচা রাস্তা হওয়ায় বালি-মাটি খেকোরা প্রতিনিয়ত সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস সহ পাহাড়ি প্রবাহমান ছড়ার পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে দীর্ঘদিন ধরে। বিগত বছর ৬০-৭০ টি স্পটে প্রায় ৫০ হাজার ঘনফুট বালু জব্দ করে সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করে নিলাম করা হয়।