গ্রেফতার এড়াতে দুমকীতে গা ঢাকা দিয়েছেন বিএনপি'র নেতা-কর্মীরা 

দুমকি
অবরোধে দুমকির অবস্থা  © বাংলাদেশ মোমেন্টস

সরকার পদত্যাগের এক দফা দাবিতে বিএনপি'র ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির ২য় দিনে পটুয়াখালীর দুমকীতে স্বাভাবিকের তুলনায় যানবাহন চলাচল কিছুটা কম হলেও মাঠে নেই বিএনপি'র নেতাকর্মীরা। গ্রেপ্তার এড়াতে এদের অনেকেই গা ঢাকা দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

উপজেলার চরগরবদি ফেরিঘাট, বোর্ড অফিস বাজার, তালতলি বাজার, রাজাখালী, নতুন বাজার, সাতানী বাজার, লেবুখালী পাগলার মোড় ও পাঙ্গাসিয়া এলাকায় ৬ অক্টোবর সরেজমিন ঘুরে দেখা গেছে, যানবাহন চলাচল কিছুটা কম। তবে বিএনপি'র কোন নেতা কর্মীদের মাঠে দেখা মেলেনি। অনেকেই মনে করছেন তাঁরা গ্রেপ্তার এড়াতে এ পদ্ধতি গ্রহণ করেছেন। 

মুরাদিয়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো. তারিকুল ইসলাম খান জানান, জনগণ তাঁদের অবরোধকে সমর্থন জানিয়েছেন এবং সর্বাত্মক অবরোধ পালিত হচ্ছে। 

মাঠে কোন নেতা কর্মীদের দেখা না মেলার বিষয়ে তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছে নেতাকর্মীরা। 

দুমকি উপজেলা বিএনপি'র সভাপতি মো. খলিলুর রহমান বাংলাদেশ মোমেন্টসকে বলেন, আমরা জনগণকে সাথে নিয়ে অবরোধ পালন করছি।

মাঠে কোন নেতা কর্মীদের দেখা না পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মাঠে আছি। আন্দোলন তো এক দিনে শেষ হয়ে যায় নি? জনগণের ভোটের অধিকার ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরো জানিয়েছেন, পুলিশি হয়রানি থেকে রেহাই পেতে নেতা কর্মীরা প্রকাশ্যে চলাচল করতে না পারলেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। 

প্রসঙ্গত, প্রথম দফায় গত ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ৩ দিনের অবরোধ পালন করে বিএনপি। এর আগে ২৯ অক্টোবর দেশব্যাপী হরতাল পালন করেছিল এ দলটি। এ উপজেলা থেকে এ পর্যন্ত ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ