বিএনপি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে: এ্যাড. আফজাল হোসেন 

পটুয়াখালী
  © সংগৃহীত

পটুয়াখালীতে দুমকী উপজেলা আ'লীগের উদ্যোগে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠানে বাংলাদেশ  আ'লীগের সাংগঠনিক সম্পাদক এবং পটুয়াখালী-১ আসনে উপ-নির্বাচনে আ'লীগ থেকে মনোনয় প্রাপ্ত এ্যাড. মোঃ আফজাল হোসেন প্রধান অতিথির বক্তব্যে বলেন- বিএনপি অবরোধ, নৈরাজ্য, সন্ত্রাস ও আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। 

তিনি আরও বলেন,  বিদেশেও তারা ষড়যন্ত্র কর্মকান্ড চালাচ্ছে। বিএনপি- জাময়াতের সকল ষড়যন্ত্র প্রতিহত করার জন্য দুমকি উপজেলার আওয়ামীলীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদের রাজপথে থাকার আহবান জানাচ্ছি। 

সোমবার ( ৬ নভেম্বর) বেলা ১১ টায়  লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজার দক্ষিণ পাশ থেকে উন্নয়ন সমাবেশের একটি মিছিল হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লেবুখালী পাগলার মোড় চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিমের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় জেলা আ'লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. হাফিজুর রহমান, উপজেলার ৫ ইউপি চেয়ারম্যানবৃন্দসহ জেলা ও  উপজেলা আ'লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 


মন্তব্য