গলাচিপায় পঠন দক্ষতা, মা সমাবেশ ও কাব স্কাউটিং পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার 

গলাচিপা
  © সংগৃহীত

শহর থেকে গ্রাম পর্যায়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে পটুয়াখালী জেলা শিক্ষা অফিস। এর মধ্য রয়েছে বিভিন্ন  স্কুল পরিদর্শন, মা ও অভিভাবক সমাবেশ, পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম মূল্যায়ন সহ নানান পদক্ষেপ। 

তার ধারাবাহিকতায় সোমবার (০৬ নভেম্বর)  গলাচিপা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পটুয়াখালী জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। এসময় তার সঙ্গে ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার এ আর এম মিজানুর রহমান, মো. মফিজুল ইসলাম, গলাচিপা উপজেলা  শিক্ষা  অফিসার মীর রেজাউল  ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন ও দ্বীপ শিখা জয়ন্তী।

সোমবার সকালে হরিদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। এসময় তিনি স্কুলের কাব স্কাউটস শিক্ষার্থীদের কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি ডাকুয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশে যোগ দেন। মা সমাবেশে অভিভাবকদের উদ্দেশ্য তিনি বলেন, বাচ্চাদের স্কুলে প্রতিদিন পাঠাতে হবে ও খোঁজ খবর নিতে হবে যাতে করে বাচ্চারা পড়াশোনায় মনোযোগী হয়। 

এদিকে দুপুরে রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়ন কার্যক্রম মূল্যায়ন করেন জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান। তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বিভিন্ন অধ্যায় থেকে একটি করে অনুচ্ছেদ পড়তে বলেন। তারপর পাঠ্যের বিষয়বস্তু সম্পর্কে কিছু স্পষ্ট, বিশদ প্রশ্ন ও শব্দের বানান জিজ্ঞাসা করেন। এছাড়াও সাধারণ জ্ঞানের দক্ষতা যাচাই করতে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন ও পরামর্শ প্রদান করেন।

জেলা শিক্ষা অফিসার মোল্লা বক্তিয়ার রহমান সাংবাদিকদের বলেন, প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এরজন্য জেলা শিক্ষা অফিস বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে।


মন্তব্য