ঈশ্বরদীতে বিএনপির অবরোধে আওয়ামীলীগের কঠোর অবস্থান 

পাবনা
  © টিবিএম ফটো

জামায়াত-বিএনপির ডাকা দ্বিতীয় দফার টানা ৪৮ ঘন্টার দ্বিতীয় দিনে পাবনার ঈশ্বরদীতে কঠোর অবস্থানে ছিল আওয়ামীলীগ। অবরোধের প্রতিবাদে পৌর শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এদিকে  অবরোধে নাশকতা রুখতে ও নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামীলীগের পাশাপাশি সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। শহরের বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক পুলিশ। কিছুক্ষণ পরপর টহল দিচ্ছেন বিজিবি।

 সোমবার(৬ নভেম্বর) সকালে পুরাতন বাস টার্মিনালে পাবনা-৪(ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের নেতৃত্বে আওয়ামী অঙ্গ-সহযোগী সংগঠনগুলো  বিএনপির বিরুদ্ধে ‘প্রতিরোধ কর্মসূচি’ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে। সমাবেশে স্থানীয় সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস কার্যত বিএনপিকে এই বার্তা দিল যে আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে নিজেদের শক্ত অবস্থান বজায় রাখবে এবং বিএনপিকে রাজপথেই প্রতিরোধ করা হবে। পৌর শহরের রেলগেট, পোষ্ট অফিস মোড়, আলহাজ্ব মোড়সহ বেশ কয়েকটি স্থানেও নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। 

সমাবেশে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেন,  বিএনপি আন্দোলনের নামে নির্বাচন বানচাল করতে চায়। জনগণের জানমালের ক্ষতি করতে চায়। তারা দেশকে একটি অস্থিতিশীল অবস্থায় নিয়ে যেতে চায়। জনগণের জানমালের রক্ষায় তাদের এই সহিংসতার বিরুদ্ধে আমরা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি, সতর্ক পাহারায় আছি। তাদের এ অবৈধ অবরোধে কোন নাশকতা সৃষ্টি করতে চাইলে কোনপ্রকার ছাড়া দেওয়া হবেনা।

এসময় আরও বক্তব্য রাখেন পৌর মেয়র ইসাহক আলী মালিথা, পৌর আ'লীগের সাধারন সম্পাদিকা সাবিনা ইয়াসমিন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক ভিপি ইমরুল কায়েস দ্বারা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা যুব মহিলালীগের সভাপতি মেরিনা ইয়াসমিন লাকী, সাধারন সম্পাদক সোহানা পারভীন রুনা, যুবমহিলালীগ নেত্রী পারভিন আক্তার, উপজেলা তাঁতীলীগের সভাপতি বাদশা আলম আকমল প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর আওয়ামীলীগের নেত্রীবৃন্দসহ আওয়ামী  অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


মন্তব্য


সর্বশেষ সংবাদ