কালাইয়ে প্রণোদনার সার ও বীজ পেল ৩,২০০ কৃষক
- এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধিঃ
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ০৭:০১ PM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ০৭:০১ PM

জয়পুরহাটের কালাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৪ হাজার ২৬০ জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব সার ও বীজ বিতরণ করা হয়।
পরে কৃষকদের নিয়ে উপজেলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এ সময় বক্তব্য দেন কালাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার,সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অরুণ চন্দ্র রায়,মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান ও আবিদ আবদুল্লাহ প্রমূখ।
এ সময় ৩ হাজার ২’শ কৃষককে এক বিঘা সরিষা জমির জন্য ১ কেজি বীজ,১০ কেজি ডিএপি, ১০ এমওপি সার প্রদান করা হয়।
কৃষিবিদ অরুণ চন্দ্র রায় বলেন,কৃষকদের শীতকালীন আবাদ বৃদ্ধির জন্য এসব প্রণোদনা বিতরণ করা হচ্ছে।পরবর্তীতে এটা অব্যাহত থাকবে।