যশোরে বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক
- অমল পালিত, যশোর প্রতিনিধি:
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৩:০৭ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৩:০৭ PM

যশোরে বিপুল পরিমান বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬।
র্যাব-৬ যশোরের একটি দল বুধবার (৮ নভেম্বর) যশোরের কোতয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ওই দুই ব্যবসায়ীকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো, পূর্ব বারান্দীপাড়া মোল্লাপাড়া কালবার্টের মো. মুনতাসির কবিরের ভাড়া বাসা থেকে ৩৬ বোতল বিদেশি মদ (যাহার পরিমাণ ২৯ লিটার)সহ কৌশিক কর্মকার (২৪) ও সজিব সোম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে যশোর এলাকায় বিদেশি মদ বিক্রি করে আসছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।