বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দুমকীতে আ'লীগের মিছিল-সমাবেশ
- মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধিঃ
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:১৮ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:১৮ PM

সারা দেশে বিএনপি-জামায়াতের অবরোধ, নৈরাজ্যসহ অগ্নিসন্ত্রাসী কর্মকাণ্ড করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে পটুয়াখালীর দুমকী উপজেলা আ'লীগের উদ্যোগে শান্তি মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৯ নভেম্বর) বিকেল ৫ টায় উপজেলা আ'লীগ কার্যালয় থেকে একটি মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে উন্নয়ন সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ'লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, সহ-সভাপতি মিজানুর রহমান সিকদার, সৈয়দ গোলাম মর্তুজা, গাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, বিএনপি-জামায়াত অবরোধ, নৈরাজ্যসহ আগুন সন্ত্রাস করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এমনকি বিদেশ থেকেও তাদের ষড়যন্ত্রের কর্মকান্ড পরিচালিত হচ্ছে।
বক্তারা আরও বলেন, বিএনপি-জাময়াতের এ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দুমকি উপজেলা আ'লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সর্বস্তরের নেতা কর্মীদেরকে সতর্কভাবে রাজপথে থাকতে হবে। এসময় উপজেলা আ'লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।