অবরোধে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা
- এস এম আব্দুল্লাহ সউদ, কালাই উপজেলা প্রতিনিধিঃ
- প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:২৫ PM , আপডেট: ০৯ নভেম্বর ২০২৩, ০৮:২৫ PM

আজ বৃহস্পতিবার (০৯ নভেম্বর) তৃতীয় দফায় সারাদেশে বিএনপি-জামায়েতে'র ডাকা দু'দিনের টানা অবরোধ চললেও জয়পুরহাটের কালাইয়ে প্রথম ও দ্বিতীয়দিন সকাল ৬টা থেকে শুরু হলেও এ হরতালে মাঠে নেই উপজেলার বিএনপির নেতাকর্মীরা।উপজেলার সড়কগুলোতে সবধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন অনেকটাই কম রয়েছে।বিএনপি'র কর্মীরা বলছে,সরকারের দেয়া গায়েবী মামলার ভয়ে তারা মাঠে থাকতে পারছে না।তবে বিএনপি'র নেতাকর্মী মাঠে না থাকলেও সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সরেজমিনে দেখা গেছে,উপজেলার সড়কে অন্যান্য দিনের মতোই সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে বের হয়েছে।এমনকি সড়কগুলোতে আস্তে আস্তে সব ধরনের যানবাহন নামতে শুরু করেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কর্ম-চাঞ্চল্যের পাশাপাশি বাড়তে শুরু করেছে ব্যক্তিগত ও মাঝারি-পরিবহন।
পৌর এলাকায় বাসস্ট্যান্ড চত্তরে দেখা যায়, প্রতিটি মোড়ে অবস্থান করছে পুলিশ।রাস্তায় রয়েছে পর্যাপ্ত ছোট ও মাঝারি পরিবহন।মোকামতলা থেকে জয়পুরহাট চলাচল করছে ট্রাক,ছোট বাস,সিএনজি,
অটোরিকশা,ভ্যান ও মালবাহী পরিবহন।সকাল থেকে দুপুর পর্যন্ত সাধারণ মানুষদের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।
এদিকে,অবরোধের মধ্যেই কর্মজীবী মানুষদের কাজে বের হতে দেখা গেছে।অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান,দোকানপাট যথারীতি খুলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত তৃতীয় দফা অবরোধেও কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।সড়কে দেখা যায়নি বিএনপি'র কোনো প্রিকেটার বা কর্মীদের। হয়নি কোথাও মিছিল-সমাবেশ এবং তাদের দলীয় অফিসেও ঝুলছে তালা।
পদচারী রেজাউল ইসলাম ও রশিদুল আলম বলেন,এই অবরোধে সাধারণ মানুষদের ক্ষতি ছাড়া কোনো লাভ হয়নি।তাদের দৈনন্দিন কাজের অনেক সমস্যা হচ্ছে।বিএনপি তো অবরোধ দিয়েই খালাস কিন্তু যত দুর্ভোগ পোহাতে হয় সাধারণ খেটে-খাওয়া মানুষদের।
বিএনপির ডাকা অবরোধে কেন দলীয় নেতাকর্মীরা মাঠে নেই এমন প্রশ্নের জবাবে উপজেলার বিএনপির আহবায়ক ইব্রাহিম হোসেন বলেন,এসব বিষয়ে ফোনে তিনি কোনো মন্তব্য করতে চান না’।তবে সরকার গায়েবি মামলা দিয়ে তাদের নেতাকর্মীদের শান্তিপূর্ণ অবরোধ থেকে দূরে রেখেছেন। আটক করা হয়েছে উপজেলা বিএনপি’র প্রায় অর্ধশত নেতাকর্মীকে।
কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম আল বারী বলেন,অবরোধে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।বিএনপির ডাকা অবরোধে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নষ্ট করা যাবে না।যদি কেউ কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তাদের প্রতিহত করা হবে।