ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা

ফটিকছড়ি
টিলা কাটার দায়ে এই জরিমানা করা হয়  © সংগৃৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে 

আজ শনিবার (১১ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির পাইন্দং ইউপির ডলু এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম।।

অভিযানে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের ফটিকছড়ির পাইন্দং ইউপির ডলু এলাকায় নাদের খানের মালিকাধীন নার্সারিতে অনুমতিবিহীন পাহাড় টিলা কাটার দায়ে একলক্ষ টাকা জরিমানা করা হয়, তবে এই ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলামের নেতৃত্বে অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম।


মন্তব্য