ঢাক-ঢোল পিটিয়ে ঈশ্বরদীতে যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রধানমন্ত্রী
  © সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে ঢাক-ঢোল পিটিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের অন্যতম সহযোগী সংগঠন আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ নভেম্বর) বিকালে কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। যুবলীগের পতাকা হাতে নেতাকর্মীরা দফায় দফায় অংশগ্রহন করেন এ শোভাযাত্রায়। শোভাযাত্রাটি আকবরের মোড় হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট এলাকায় এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন যুবলীগ নেতা,  স্থানীয় এমপি পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস।

এর আগে শোভাযাত্রাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাবনা-৪ আসনের(ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। সাবেক ছাত্রনেতা আমজাদ হোসেন অবুঝের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস , ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসহাক আলী মালিথা, মুলাডুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক মালিথা। এসময় ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম শরিফ সহ আঃলীগ ও এর অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় স্থানীয় এমপির বাসভবনে কেক কাটা হয়।

এদিকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষীকি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।


মন্তব্য