তেঁতুলিয়ায় আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- জুলহাস উদ্দীন তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি :
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ০৯:২৫ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ০৯:২৫ PM

সারাদেশের ন্যায় তেঁতুলিয়া উপজেলায় আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত।শনিবার (১১নভেম্বর) বিকালে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়।
অনুষ্ঠানের শুরুতে পতাকা উত্তোলণ বঙ্গবন্ধু মুড়ালে ফুলতোরা দেওয়া সন্ধায় বাজারে রেলি করে দলীয় কার্যালয়ের এসে আলোচনা সভা শুরু হয় ।
তেঁতুলিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোজাফফর হোসেনের সভাপতিত্বে আব্দুল হাকিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কাজী মাহমুদুর রহমান (ডাবলু) চেয়ারম্যান উপজেলা পরিষদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এ সময় উপস্তিত ছিলেন,সদর ৩নং ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ করীম সিদ্দিকী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক ইউসুব আলী ,৪নং শালবাহান ইউপি চেয়ারম্যানা ও আওয়ামী যুবলীগ আহবায়ক আশরাফুল ইসলাম,আওয়ামী যুবলীক যুগ্ন আহবায়ক তেঁতুলিয়া উপজেলা শাখা বাবুল আক্তার, আওয়ামী যুবলীক যুগ্ন আহবায়ক তেঁতুলিয়া উপজেলা শাখা ইউসুব আলী,আওয়ামী যুবলীক যুগ্ন আহবায়ক তেঁতুলিয়া উপজেলা শাখা আতাউর রহমান,৩নং আওয়ামী যুবলীগ সভাপতি আবু সাঈদ,৩নং আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক সোহেল রানা,তেঁতুলিয়া উপজেলার সকল আওয়ামী যুবলীগের সভাপতি /সম্পাদক আহবায়ক যুগ্ম আহবায়ক বৃন্দের প্রমূখ।
আরো উপস্তিত ছিলেন,৩নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সলেমান আলীর,৩নং আওয়ামীগের সাধারণ সম্পাদক সুরুজ্জামান,সহ তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন।