মাগুরায় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
- মাগুরা প্রতিনিধি
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৩, ১১:২৬ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৩, ১১:২৬ PM

‘হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’- মাগুরা জেলা শাখা আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৩ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ৯টা থেকে মাগুরা স্টেডিয়াম পাড়া আরাফাত মঞ্জিলে অবস্থিত মাদ্রাসাতু আহমাদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সারাদিনব্যাপী জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে বাছাইকৃত ছাত্রদের মনমুগ্ধকর তেলাওয়াতে মুখরিত ছিল মাদরাসাতু আহমাদ। এদের তেলাওয়াত এর উপর ভিত্তি করে বিচারকমণ্ডলীর বিচারের রায়ের মাধ্যমে বিভাগীয় প্রতিযোগী বাছাই করা হয় এবং বাদ আসর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতার সমাপনী করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ খুলনা বিভাগ জোন-২ এর সিনিয়র সহ-সভাপতি হাফেজ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ মীর মোহর আলী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মোঃ মনিরুজ্জামান, অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ মাগুরা জেলা শাখার প্রচার সiম্পাদক হাফেজ মোঃ ইয়াসির আরাফাত।
মাগুরা জেলা থেকে বিজয়ী ছাত্রদের বিভাগীয় প্রতিযোগিতা যশোরে অনুষ্ঠিত হবে।