যশোরে অপহরণকারী চক্রের ২ সদস্য গ্রেফতার,অপহৃতকে উদ্ধার
- অমল পালিত, যশোর।।
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ PM

যশোরের কোতয়ালীতে অপহরণের রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। অভিযান চালিয়ে অপহরণকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় অপহৃত ব্যক্তিকেও উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর পুরাতন কসবা কাঁঠালতলার আনিসুর রহমানের ছেলে জাকারিয়া রহমান শান্ত (১৭) বন্ধুদের সাথে দেখা করতে বের হয়ে আর ফিরে আসেনি। একই দিন দুপুর ১১টা ২৩ মিনিটে আনিসুর রহমানের মোবাইলে অপহরণকারীরা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার এলআইসি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের সনাক্ত করে। একই দিন কোতয়ালী মডেল থানাধীন পূর্ব বারান্দিপাড়া লিচুতলা থেকে ঝুমঝুমপুর গামী পাকা রাস্তার পাশে বাবুর বাগানে অভিযান চালিয়ে অপহরণকারী মারুফ হোসেন @ মুকুল (১৯) ও রিপন (২২) কে গ্রেফতার করে। এসময় অপহৃত জাকারিয়া রহমান শান্তকেও উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে। মামলাটি তদন্ত করছে জেলা গোয়েন্দা শাখা।
পুলিশ জানায়, অপহরণকারীরা জাকারিয়া রহমান শান্তকে পূর্ব পরিকল্পিতভাবে অপহরণ করে। তারা মুক্তিপণ পাওয়ার জন্য তাকে বারান্দিপাড়া লিচুতলায় নিয়ে যায়। পুলিশের অভিযানের খবর পেয়ে তারা জাকারিয়া রহমান শান্তকে ফেলে পালিয়ে যায়।
পুলিশের এই অভিযানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।