ফটিকছড়িতে সড়ক দূর্ঘটনায় প্রাথমিকের শিক্ষার্থী নিহত

ফটিকছড়ি
  © টিবিএম ফটো

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিলে সড়ক দূর্ঘটনায় আইরিন তাবাসসুম তোহা (০৯) নামে প্রাথমিক বিদ্যালয়ের  শিক্ষার্থী নিহত হয়েছে,এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন।

নিহত তোহা নাজিরহাট পৌরসভার সুয়াবিলের হাফেজ জায়েদুলের মেয়ে।

১৩ ই নভেম্বর ( সোমবার)  সকাল ৯ টায়  নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ড টেকের দোকান মালেক শাহ হুজুরের মাদ্রাসার সামনে এই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী আবু নামে এক ব্যক্তি জানান  সকালে তিন জন শিক্ষার্থী সুয়াবিল  প্রাথমিক বিদ্যালয়ে যাচ্ছিল এই সময় বেপরোয়া চাঁদের গাড়ি ধাক্কা দিলে তিনজন আহত হয়,তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তোহাকে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন- ৩ জন শিক্ষার্থীকে গুরুতর আহত অবস্থায় মেডিক্যালে আনা হলে একজন মারা যায়। অন্য ২জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয় এবং বাকি একজনকে চমেকে প্রেরণ করা হয়।


মন্তব্য