ফটিকছড়িতে অনুমোদনহীন পণ্য রাখায় সিজল ফুডকে জরিমানা
- ফটিকছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৮ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ১০:৩৮ PM

চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে অনুমোদনহীন পণ্য এবং মিষ্টি জাতীয় দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সিজল ফুড লি: কে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ নভেম্বর) নাজিরহাট ঝংকার মোড়ে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এটিএম কামরুল ইসলাম।
প্রশাসন সূত্রে জানা যায়-অনুমোদনহীন পণ্য এবং মিষ্টি জাতীয় দ্রব্যর মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে সিজল ফুড লিঃ এর স্বত্বাধিকারী আলী নেওয়াজ কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ১০,০০০/-(দশ হাজার টাকা) জরিমানা প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা এসিল্যান্ড এটিএম কামরুল ইসলাম।