ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু
- ফটিকছড়ি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ১১:২০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ১১:২০ PM

চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে। মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি।
১৩ নভেম্বর (সোমবার) বিকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের বারৈয়ারহাটে এ দুর্ঘটনা ঘটে
প্রত্যক্ষদর্শীরা মতে পণ্য বাহী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই মহিলাকে চাপা দিলে গুরুতর আহত হয় সে, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
নিহতের লাশ নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে মেডিক্যালে নিয়ে আসার পর ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পর মহিলাকে মৃত ঘোষণা করা হয়। উনার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।