বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শিবপুরে র্যালি ও আলোচনা
- নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধিঃ
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০২:২৫ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০২:২৫ PM

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে বর্ণাঢ্য অনুষ্ঠিত হল র্যালি ও আলোচনা সভার। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৯ টায় শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শিবপুর উপজেলার সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতালের সামনে গিয়ে শেষ হয়।
পরে শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের আয়োজনে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষকে সচেতন করতেই এ আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
এতে উপস্থিত ছিলেন শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক মো: একরামুল হক রিপন,পরিচালক রফিকুল ইসলাম,কাউসার আহমেদ,শাখাওয়াত হোসেন সুজন,জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের সহকারী অধ্যাপক ডা: প্রফেসর মশিউর রহমান রিকাবদার রিজভী ও ডা: প্রমিজ কুমার শিব,শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক,যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান,প্রচার সম্পাদক ডালিম খান,নির্বাহী সদস্য মোমেন খান,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতাবুর রহমান সানি প্রমূখ।
শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক মো: একরামুল হক রিপন বলেন,
অনিয়ন্ত্রিত জীবন-যাপন এবং খাদ্যাভাসের কারণেই দিন দিন আশঙ্কাজনকহারে মানুষ ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে সুশৃঙ্খল জীবন-যাপন, খাদ্যাভাসের পরিবর্তন এবং শারীরিক কসরত করতে হবে।