দুমকিতে খেজুরগাছ কাটতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু
- মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি:
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ PM

শীতের আগমনে খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য গাছ ছিলতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে পটুয়াখালীর দুমকিতে ইউনুস প্যাদা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় একটি খেজুর গাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রস সংগ্রহের জন্য গাছ কাটতে গিয়ে গাছের ডেগুয়া (ডাল) বিদ্যুৎ লাইনের ওপর পড়ে যায়। এতে সাথে সাথে ইউনুস প্যাদা বিদ্যুৎপৃষ্ট হয়ে পরেন। পরে প্রতিবেশীরা তাকে গাছ থেকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান ঘটনা সত্যতা স্বীকার করেন।
প্রসঙ্গত, ইউনুস প্যাদা দুমকির শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের সিকান্দার প্যাদার ছেলে। তিনি উপজেলার নতুন বাজারে পূর্বে ব্যবসা বাণিজ্য করতেন।