শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে তাঁতিলীগের লিফলেট বিতরণ ও মতবিনিময় সভা
- ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৪৭ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৫১ PM

পাবনার ঈশ্বরদীতে শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ ও তাঁত শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা তাঁতীলীগের নেতাকর্মীরা।
পাবনা-৪ আসনের (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাসের দিক নির্দেশনায় সোমবার (১৩ নভেম্বর) সন্ধার দিকে পৌরসভার ৫ নং ওয়ার্ডে অবস্থিত বেনারশী পল্লীতে এ মতবিনিময় করেন তারা। এ সময় বেনারশী পল্লীতে কর্মরত তাঁত শ্রমিকদের নানা সুবিধা-অসুবিধার কথা শুনে তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন উপজেলা তাঁতীলীগের সভাপতি বাদশা আলমগীর আকমল।
তিনি বলেন, ঈশ্বরদীর বেনারশী পল্লীর তৈরী বেনারশী শাড়ি ও তাঁতের তৈরি কাপড় সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী। সেখানে কর্মরত শ্রমিকরা আজ সুবিধাবঞ্চিত। ফলে আমাদের এ ঐতিহ্যবাহী তাঁতশিল্প আজ হারানোর পথে। আমরা তাঁতীলীগ সব সময় আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের নিয়ে এক্যবদ্ধভাবে পথ চলতে চাই। এ সময় তিনি নৌকার পক্ষে ভোট চেয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন তুলে ধরে তাদের মাঝে লিফলেট বিতরন করে।
উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক নাসির মওলা মিলনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন তাঁতীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রায়হান শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আলামীন হোসেন, দপ্তর সম্পাদক মোঃ কামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আনিস, আইন সম্পাদক মোঃ মওলা রহমানসহ অন্যান্য নেতাকর্মীরা।