রায়পুরায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে বিনামূল্যে সেবা পেল ৭০০ রুগী

নরসিংদী
বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের একাংশ  © বাংলাদেশ মোমেন্টস

নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ফ্রি ডেন্টাল ক্যাম্পে সেবা পেল প্রায় ৭০০ শত রুগী। বুধবার (১৫ নবেম্বর) উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে হাসনাবাদ পাব্লিক লাইব্রেরির উদ্যোগে আয়োজিত এই ক্যাম্প চলে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত। 

আজকের আয়োজিত এই ফ্রি ডেন্টাল ক্যাম্পের সহযোগিতায় ছিল নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন। নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন এর ১৫ জন ডেন্টিস্ট ও ২ জন সার্জিন  অংশগ্রহন করে এই ক্যাম্পে।অভিজ্ঞ ডাক্তার বৃন্দ সকাল থেকেই নিরলস ভাবে আন্তরিকতার সহিত ক্যাম্পে আসা রুগীদের সেবা দিতে দেখা যায়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় সহ আশে পাশের বিভিন্ন এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ এলাকার সাধারন জনগন একে একে দল বেধে উক্ত ডেন্টাল ক্যাম্পে সেবে নিতে আসছেন। সেবা গ্রহীতারা দাঁতের বিভিন্ন সমস্যা নিয়ে উক্ত ফ্রী ক্যাম্পিং এ আসেন। দেখা যায়, রুগীদের কে অত্যন্ত আন্তরিকতার সহিত যত্ন সহকারে চিকিৎসা দিয়ে যাচ্ছেন উক্ত ডেন্টাল ক্যাম্প এ অংশ নেওয়া নরসিংদী জেলা ডেন্টাল এসোসিয়েশন এর ডেন্টিস্ট গন।

সেবা নিতে আসা রুগীরা জানান, দাতের অনেক সমস্যা, দাঁতের চিকিৎসা অনেক ব্যায়বহুল হওয়াতে আমরা অনেকেই চিকিৎসা করাতে পারিনা। আর সরকারি হাসপাতাল গুলোতে দাতের ভাল চিকিৎসা সেবা নেই। আজকের এই ফ্রী ডেন্টাল ক্যাম্প এর আয়োজন করায় আমরা বিনামূল্যে সেবা নিতে পেরেছি। আয়োজকদের ধন্যবাদ জানাই এমন সেবা মূলক এই আয়োজনের জন্য।

ফ্রি ডেন্টাল ক্যাম্প এ অংশ নেওয়া ডেন্টিস্ট মইনুল হোসেইন আমান জানান, হাসনাবাদ পাব্লিক লাইব্রেরীর উদ্যোগে আয়োজিত এই ফ্রী ডেন্টাল ক্যাম্প এ আমরা প্রায় ৭০০ এর উপর রুগীদের সেবা দিয়েছি। সেবা মূলক এই ক্যাম্প এ সম্পূর্ণ বিনামূল্যে এই চিকিৎসা দেয়া হয়েছে। আর প্রতিটি মানুষের জন্য দাত অনেক গুরুত্বপূর্ণ জিনিস। অথচ এটার প্রতি আমরা  যত্নশীল না। অযত্নে দাঁতের রুগ বাধিয়ে আমরা সারাজীবন কস্ট করি। দাত থাকতে দাতের মর্ম বুঝিনা। আমাদের সবার উচিৎ দাতের যত্ন নেওয়া। নিয়মিত চেকআপ করানো।


মন্তব্য